নলছিটি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটির উপজেলার পূজা মন্ডপ পরিদর্শন করেন দপদপিয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। শুক্রবার রাতে তিমিরকাঠী ( কুমারখালি বাজার সংলগ্ন) মন্ডপ পরিদর্শন করেন । দপদপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাজমুল আহসান নান্টু মল্লিক, সাবেক সভাপতি নাসির উদ্দীন সিকদার, শ্রমিক দলের সভাপতি নান্টু দুরানী, সাধারন সম্পাদক ইউনুস হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মোঃ রিমন মল্লিক, সহ অনন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দপদপিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি নাজমুল হোসেন নান্টু মল্লিক এর নেতৃত্বে দপদপিয়া ইউনিয়ন বিএনপির একটি দল মন্ডপ পরিদর্শনে যান। এ সময় সনাতন ধর্মালম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন তাঁরা। হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে দুর্গোৎসবের খোঁজখবর নেন তিনি বলেন, তারেক রহমানের নির্দেশে জেলার মন্ডপে বিএনপি নেতা কর্মীরা রাত জেগে পাহারা দিচ্ছে। সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলতে কোন শব্দ নেই, আমরা সবাই বাংলাদেশী। সকল ধর্মের মানুষ উৎসবমুখর পরিবেশে তাদের ধর্মীয় উৎসব পালন করবে। এতে বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। আওয়ামী লীগের মতো একটি দানব সরকার পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে নতুন করে স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা সকলকে ধরে রাখতে হবে।