এম কে কামরুল ইসলাম স্টাফ রিপোর্টার
ঝালকাঠির নলছিটি গণমানুষের নেত্রী সাবেক সংসদ সদস্য ও ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, আজ সকাল ৯ টায় নলছিটি দপদপিয়া বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন নেতাকর্মীদের নিয়ে। আলী নগর হয়ে কয়াবাজার , কাঠের ঘর, শিমুলতলা বাজার , খেজুরতলা, বুড়িরহাট, জিরো পয়েন্ট হয়ে ফেরিঘাট গণসংযোগ শেষ করেন।