এম কে কামরুল ইসলাম স্টাফ রিপোর্টার।
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
এসময় নলছিটি উপজেলার সর্ববৃহৎ বাজার তালতলা বাজারের বাসস্ট্যান্ড থেকে র্যালিটি শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করেন। র্যালি শেষে বাজার ব্রীজ এলাকায় শুরু হয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা।
এসময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আঃ কাদের খান, ইউনিয়ন যবদলের সাবেক যুগ্ন-আহবায়ক তরিকুল ইসলাম মিঠু, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক ইমরান সরদার হিরু সহ অনেকে।
এসময় বক্তারা ঐতিহ্যবাহী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন। ৭ নভেম্বর জাতীয় বিপ্লবের মাধ্যমে এদেশে বহুদলীয় গনতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন স্বাধীনতার ঘোষক শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান।
আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।