কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত
ঝালকাঠির নলছিটিতে সেলিম তালুকদারের কবর জিয়ারত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিষ্টার এস এম মঈনুল করিম।
শনিবার (২৮ ডিসেম্বর ) বিকাল ৩ টার দিকে উপজেলা শহরের টিঅ্যান্ডটি এলাকায় সেলিম তালুকদারের কবর জিয়ারত করেন। পরে তিনি সেলিমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।এসময় তার বড় ভাই ঝালকাঠি -২ আসনের জামায়াতে ইসলামির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিম উপস্থিত ছিলেন।
গত ১৮ জুলাই কর্মস্থলে যাওয়ার জন্য বেরিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হন সেলিম তালুকদার । ১৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ৩১ জুলাই রাতে তার মৃত্যু হয়। তিনি নারায়ণগঞ্জের মেট্রো নিটিং অ্যান্ড ডাইং মিলস লিমিটেডের সহকারী মার্চেন্ডাইজার পদে চাকরি করতেন।