সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলা পৌর মৎস্য দলের সভাপতি মো. জাকির মৃধা দলীয় পদ ফিরে পেয়েছেন।
রোববার (২২ জুন) রাতে এক চিঠিতে গলাচিপা পৌর মৎস্য দলের সভাপতি জাকির মৃধার স্থগিতাদেশ প্রত্যাহার করে দলীয় পদ ফিরিয়ে দেওয়া হয়।
পটুয়াখালী জেলা মৎস্য দলের দপ্তর সম্পাদক আ. জলিলের
স্বাক্ষরিত দলীয় প্যাডে মো. জাকির মৃধারকে এক চিঠি থেকে এ সিদ্ধান্তের কথা জানা যায়।
জেলা মৎস্য দলের দপ্তর সম্পাদক আ. জলিলের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, পটুয়াখালী জেলা মৎস্য দলের সভাপতি ভিপি শাহীন ভাইয়ের নির্দেশক্রমে আপনাদের সকল পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।
চিঠিতে বলা হয়, মিডিয়ার সামনে অন্য দলের লোকের পক্ষে কথা বলার কারনে উপজেলার আপনার মৎস্য দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। সভাপতি ভিপি শাহীন ভাইয়ের নির্দেশক্রমে আপনার সকল পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো। তবে উল্লেখিত ঘটনার মতো কোনো ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য আপনাকে সতর্ক করা হলো।
দীর্ঘ ৬৭ দিন পর আজ ওই এই নেতা দলীয় পদ ফিরে পেলেন।