ভোলা প্রতিনিধি:- বোরহানউদ্দিনে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২/ ২০২৫ – ২৬ মৌসুমে আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদে কৃষি কর্মকর্তার সভাকক্ষে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান – উজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার গোবিন্দ মন্ডল, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ সহ প্রান্তিক পর্যায়ের কৃষকবৃন্দ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উজ্জামান বলেন, কৃষকের ঘাম জড়ানো ফসল উৎপাদনে আজ ভোলা জেলা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
আপনাদের মাঝে ৩ হাজার ৯ শ জন কৃষক বিনামূল্যে সার ও বীজ পাবেন।
চলতি আমন মৌসুমে কৃষিকে আরও এগিয়ে নিতে প্রান্তিক পর্যায়ে আপনাদের অবদান অনস্বীকার্য। কৃষকের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ থেকে শুরু করে আমরা সবাই একত্রে কাজ করে যাব যাহাতে আপনারা কৃষি কে এগিয়ে নিতে পারেন।
অনুষ্ঠান শেষে উপজেলার ৩ হাজার ৯শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ৫ কেজি আমন ধান বীজ , ১০ কেজি এম ও পি এবং ১০ কেজি ডি এ পি সার বিতরণ করা হয়।