ইউপি চেয়ারম্যানের অপসারণ চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলার ৯নং দপদপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধার অপসারন চেয়ে স্মারকলিপি প্রদান করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে।
আজ (৩০জুন) বিকাল ৪টায় নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম এর কাছে স্মারকলিপি প্রদান করেন দপদপিয়া ইউনিয়ানের সাধারণ জনগণ ও বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা বলেন ৯নং দপদপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন বাবুর মৃধা আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান সে নৌকার প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বর্তমানে তার ধারা ইউনিয়ন পরিষদের সাধারণ মানুষ কোন সেবা পাচ্ছে না। এবং আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন অপকর্ম দুর্নীতি করেছেন। তাই আমরা সাধারণ জনগণ তার অপসারণ চাচ্ছি।
এসময় সাধারণ জনগন বলেন
৯ নং দপদপিয়া ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগের দোসর বাবুল মৃধা তিনি ২২ জুন ২০২৫ থেকে ইউনিয়ন পরিষদ ছেরে পালিয়ে যাওয়ার কারনে ইউনিয়নের সাধারণ জনগণের ভোগান্তি। অবিলম্বে তাকে অপসারণ করে এর দ্রুত সমাধান চাচ্ছে ইউনিয়নের সাধারণ জনগণ।