মোঃ মিনহাজুল ইসলাম সুজন ( বাকেরগঞ্জ) বরিশাল সংবাদদাতা
বাংলাদেশ জাতীয়য়তাবাদী দল বাকেরগঞ্জ উপজেলা ও পৌর শাখা বিএনপির কমিটির পরিচিতি সভা ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছেে।
৬/৭/২০২৫ ইং রবিবার বিকেল ৪ টায় বাকেরগঞ্জ পৌরসভা মিলনায়তনে বাকেরগঞ্জ উপজেলা ও পৌর শাখার আয়োজনে উপজেলা বিএনপির আহবায়ক হারুন অর রশীদ জমাদ্দারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া ও পৌর বিএনপির সাধারন সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার ( শাহীনের) যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি আবুল হোসেন খান, বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন জমাদ্দার,
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট আবুল কালাম শাহীন।
সভার আলোচনা থেকে আগামী ১২ জুলাইের মধ্যে উপজেলার ১৪ টি ইউনিয়নে কমিটি করার নির্দেশনা দেওয়া হয়। এবং বিগত ফ্যাসিষ্ট আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত কোন ব্যক্তি যাতে বিএনপির নব গঠিত কমিটির সদস্য পদে স্হান না পায় সে ব্যাপারে কঠোর ভাবে নির্দেশ প্রদান করা হয়।