নলছিটিতে জাতীয়তাবাদী শ্রমিকদলের কমিটি গঠন
মো: সাইদুল ইসলাম নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে জাতীয়তাবাদী শ্রমিক দলের নলছিটি পৌর শাখার ৩ নং ওয়ার্ডের কমিটি গঠন করা হয়েছে। নলছিটি পৌর শাখার শ্রমিক দলের সভাপতি মো. সেলিম হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান শামীম( পঙ্খী) স্বাক্ষরিত বৃহস্পতিবার (২৮ আগষ্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
কমিটিতে মো: শুক্কুর হাওলাদার কে সভাপতি ও মো: জালাল উদ্দীন কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন মো. সাইদ খলিফা,সিনিয়র সহ- সভাপতি মো. কুদ্দুস হাওলাদার, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মো. ফজেল হাওলাদার।
নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিএনপি ,যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। নতুন কমিটির নেতৃবৃন্দ দলীয় কার্যক্রম আরও সক্রিয়ভাবে পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।
নতুম কমিটির নেতৃবৃন্দ জানান, আমরা জাতীয়তাবাদী শ্রমিকদলকে শক্তিশালি করতে পৌরসভার ৩ নং ওয়ার্ডে আন্তরিক ও নিষ্ঠার সাথে কাজ করে যাবো।