এক প্রতিবাদী শিল্পী কাজী হাসান ইমাম
‘আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়/আমার নবী মোহাম্মদ, যাহার তারিফ জগৎময়। আমার কীসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা/ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়।’ – কাজী নজরুল ইসলাম
মানুষের মস্তিষ্কের সঙ্গে গান, মিউজিক, হামদ, নাত, গজল ও ভজনে গভীর সম্পর্ক আছে। এগুলো মানুষের মস্তিষ্ককে গভীরভাবে আন্দোলিত করে। কারণ সুর মানব মনের বা মনোজগতের একটি অংশ। এটা অধিকাংশ মানুষের অন্তরে প্রশান্তি দেয়।
আর ইসলামী সঙ্গীতের জগতে ডুব দিতে যারা ভালোবাসেন, তারা তো অবশ্যই ‘কাজী হাসান ইমাম’ নামক এক কন্ঠশিল্পীকে খুব ভালোভাবেই চেনেন, বিশেষ করে বরিশালের মানুষ বর্তমান সময়ে ইসলামী সঙ্গীতের জগতে সফল পদচারণা যাদের তাদের তালিকার প্রথম দিকেই রাখা যায় কাজী হাসান ইমামকে।
কাজী হাসান ইমাম ঐতিহ্যবাহী তিমিরকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ছাত্র, তিনি তিমিরকাঠী মাধ্যমিক বিদ্যালয় নিয়ে এক গান গেয়ে ভাইরাল হয়ে যায়।
সুমধুর এই কন্ঠ শিল্পী বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ও হসপিটাল সংস্কার নিয়ে একের পর এক প্রতিবাদী গান গেয়ে আবারও ভাইরাল হয়।
শুধু প্রতিবাদী সংগীত শিল্পী নয়, তিনি তার চমৎকার কণ্ঠের সুরমাধূর্য্য দিয়ে ইসলামী সঙ্গীতের শ্রোতাদের হৃদয়ে নিজের নামটি সযত্নে খোদাই করে নিয়েছেন।
কাজী হাসান ইমাম শিল্পী নয় তিনি একজন সেচ্ছাসেবকও তিনি অনেক সেচ্ছাসেবী সংগঠনের সাথে নিরালস ভাবে কাজ করে যাচ্ছে,
সংগীত অঙ্গনে ইসলামী সঙ্গীতের সুপরিচিত এই শিল্পীকে নিয়েই আজকের এই ফিচার।